আমাদের সম্পর্কে দু -চার কথা

২০২৩ সালে আমাদের প্রতিষ্ঠান শুরুর দিকে কিছু অভিভাবকের সাথে আলাপচারিতার সময় অ্যাকাডেমীক কিছু সমস্যার কথা
তুলে ধরেন -
১.ছাত্র - ছাত্রীরা আগের মতো বইমুখী হচ্ছে কম। বিশেষ করে সামাজিক মাধ্যমের জনপ্রিয়তা ও বাড়বাড়ন্ত হওয়ায়
বেশীরভাগ সময় তারা পাঠ্য বিষয়ে অমনযোগী হচ্ছে ।
২. বিদ্যালয় গুলিতে ছাত্র- শিক্ষক অনুপাত কম হওয়ায় ,অ্যাকাডেমীক সেশন ছোট হওয়ায় ও বিভিন্ন কারনে বিদ্যালয়ে প্রয়োজনের
তুলনায় কম শ্রেণী সংখ্যা হওয়ায় পুরো সিলেবাস যথা সময়ে সম্পূর্ণ হচ্ছে না । কখনো কখনো দ্রুত সিলেবাস শেষ করার জন্য ছাত্র-
ছাত্রীদের বিষয়ে অসম্পূর্ণ বা আবছা জ্ঞান নিতে বাধ্য হচ্ছে । অথচ পরীক্ষার সময় কম হওয়ায় তাদেরকে কিছু কিছু ক্ষেত্রে বিষয়
বাদ দিয়ে অসম্পূর্ণ সিলেবাস শেষ করতে হয় ।
৩. অনেক সময় পড়াশুনা প্রচুর করছে কিন্তু কিভাবে পরীক্ষার সময় তা পরীক্ষার খাতায় পরিপূর্ণতা দান করবে সেটা সম্পর্কে
অনভিজ্ঞ হওয়ায় আশানুরুপ রেজাল্ট হয় না । বিশেষ করে কিভাবে পরিপূর্ণ উত্তর লেখা যায় সেটা তারা না জানায় প্রচুর পরিশ্রম
করেও যথাযোগ্য রেজাল্ট আসে না ।
৪.বিদ্যালয়ের পড়াশুনার অসম্পূর্ণতা দূর করার জন্য তাদের মধ্যে অনেকেই প্রচুর খরচ করে টিউশন নিতে বাধ্য হয় ।
অভিভাবকেরাও ছাত্র - ছাত্রীদের ভালো রেজাল্টের আশায় কষ্টার্জিত অর্থ অনভিজ্জ টিউশন শিক্ষক দের দিতে বাধ্য হয় ।
কখনো কখনো সেই খরচ তাদের সাধ্যের বাইরে চলে যায়।
৫. প্রত্যন্ত অঞ্চলের ছাত্র- ছাত্রীরা যোগাযোগ মাধ্যমের অভাব,বিষয়ের পর্যাপ্ত শিক্ষক না থাকায় বা ভালো যোগাযোগ না থাকায়
মেধাবী হওয়া সত্বেও বঞ্চিত হয় প্রায়শই । অথচ সামান্য সঠিক গাইড পেলে সেও ভালো ছাত্র-ছাত্রীদের টেক্কা দিতে পারত।
- এই সমস্ত সমস্যার সমাধান হিসাবে আমাদের এই প্রতিষ্ঠানের পথ চলা শুরু। যেখানে ১০- ২০ বছরেরও বেশি অভিজ্ঞ,
দক্ষতা সম্পন্ন,পরীক্ষক,পরিক্ষিত ও সুনিপুন শিক্ষক- শিক্ষিকা মণ্ডলী ও পাঠ্যঅনুরাগী রয়েছেন যাদের মার্গ দর্শনে আন্তঃ-সক্রিয়ভাবে
ছাত্র-ছাত্রীরা তাদের শিক্ষা পরিপূর্ণ করতে পারবে ঘরে বসেই অনলাইনের মাধ্যমে। সিলেবাস অনুসারে অধ্যায় ভিত্তিক পড়াশুনা,
লাইভ ও রেকর্ডেড ক্লাসের সুবিধা, পরীক্ষার উপযোগী বাছাই করা সেরা নোটস, ডাউটস ক্লিয়ার সেশন,নিয়মিত হোমওয়ার্ক,
প্রত্যেক ছাত্র -ছাত্রীর প্রতি একক মনযোগ,গ্রুপ ডিসকাশন ,কমিউনিটির প্রত্যেক ছাত্রছাত্রীদের মধ্যে সুস্থ প্রতিযোগীতার মাধ্যমে
পরীক্ষার ভীতি দূর করা ও আরো সময়োপযোগী সুযোগ সুবিধার মাধ্যমে মানসিক ও বৌদ্ধিক বিকাশ সবই রয়েছে এখানে।
Scroll to Top